মরকুন মাস্টারপাড়া এক দোকানে কিছু লোক চুরি করতে এসে ধরা পড়লো - Tasin Ahmed Rohan
মরকুন মাস্টারপাড়ায় কিছু দল লোক চুরি করতে এসে তাদের মধ্যে একজন হাতেনাতে ধরা পড়েছে
গত কয়েকদিন যাবত এই লোক ও তার দল মরকুন মাস্টারপাড়া ঘোরাঘুরি করতেছিলো কিছু কটা চুরি করার জন্য এর আগেও তারা কমবেশি আশেপাশের এলাকা থেকে চুরি করেছে কিন্তু তা অনেকেই দেখেনি ও খেয়াল করেনি।
কিন্তু গত কয়েকদিন যাবত খুব বেশি ঘোরাঘুরি করে এবং তারা কয়েকজন মিলে একটি দোকানে মাঝ রাতে চুরি করতে চায় এবং তাদের মধ্যে একজন ধরা পড়ে এজন্য প্রমান করতে পাশের এক জায়গায় সিসি ক্যামেরা থেকে তার মুখ চিনে কয়েকজন। এলাকার লোক চোরকে ধরার পর চোরকে আটকে রাখে। চোর নিজের মুখ থেকেই প্রমান করে সে এখানে দোকানে চুরি করতে এসেছিলো।
এছাড়াও চোরটা আরও বলে তাদের কিছু দল রয়েছে বিভিন্ন এলাকায় তারা কিছু দেখলে কিছু সবাই মিলে সেখানকার অবস্থা ও সুযোগ বুঝে মানুষের মুল্যবান জিনিস চুরি করে। চোরের বাকি লেক গুলো পলাতক।
বিদ্র: আপনারা আপনাদের মুল্যবান জিনিস সাবধানে রাখবেন ধন্যবাদ।
লেখক : তাছিন আহাম্মেদ রোহান